অবিরাম পথ চলা তোমার ,আমার এবং তার (গদ্য )
একান্ত ব্যাক্তিগত অনুভূতি, মিশ্রণ থাকবে সবার আবেগ ও অনুভূতির ।
Saturday, April 14, 2018
কোটা নিয়ে ঝামেলার মূলে আছে গরীব বাবারা।
আমি যখন ছোট ছিলাম ক্লাশ টু থ্রি পড়ি। আমাকে ভালভাবে পড়াশুনা করার জন্য প্রায় তাগিদ দেওয়া হতো। আমার বাবা অল্প শিক্ষিত। আমার ভাল করার জন্য তার কিছু পদক্ষেপ খুবই অমানান। তবে কিছু পদক্ষেপ খুবই মানানসহ ছিল। যেমন ক্লাশ টুতে (ঠিক মনে নাই থ্রিও হতে পারে) পড়া অবস্থায় ঘোষনা দিলেন টু পাশ করলে আমাকে একটা
সরকারী প্রাইমারী স্কুলের, স্কুল ম্যানেজিং কমিটির দ্বায়িত্ব কি?
শিক্ষাই
একমাত্র একটা জাতির, একটা গোষ্ঠীর, একটা পরিবারের, একজনের উন্নতির অন্যতম
হাতিয়ার। জাতিকে যদি ইমারত হিসেবে কল্পনা করা হয়, তাহলে ঐ ইমারতের ভিত্তি
মজবুত করা খুবই বেশী জরুরি। প্রাথমিক শিক্ষা হচ্ছে জাতির ইমারতের ভিত্তি যে
জাতির প্রাথমিক শিক্ষা যত বেশি মজবুত হবে ঐ জাতি তত বেশি টেকসই হবে।
ইমারতের ভিত্তি যদি নড়েবড়ে হয়, তাহলে যে কোন সময় রানা প্লাজার মতো ধস করে
পড়ে গিয়ে সব শেষ করে, নিঃস্ব হয়ে পড়তে হবে। প্রাথমিক শিক্ষাকে মজবুত করতে
হলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে মজবুত, সুশৃঙ্খল করতে হবে। প্রাথমিক শিক্ষা
ব্যবস্থা কতটুকু মজবুত তা একটু দেখে আসা যাক।
আমিও ডায়বেটিক আক্রান্ত।
ডায়বেটিক এখন পাড়ায় পাড়ায়, মহলায় মহল্লায়। তার চাইতে বেশী, বাড়ী বাড়ী। তার চাইতে বেশী বলা যায়, জনে জনে। গত কয়েকদিন আগে টিভিতে দেখলাম, নয় বছরের শিশুরও ডায়বেটিক। তাহলে বুঝা যায় শিশু হতে বৃদ্ধা জনে জনে ডায়বেটিক।
আমিও ডায়বেটিক
আক্রান্ত। ডায়বেটিক আমাকেও ছুটি দিল না।
ডায়বেটিক এর সমস্ত
লক্ষন আমার মধ্যে (ঘন ঘন প্রসাব, ঘন ঘন পিপাসা, ঘন ঘন ক্ষুদা ইত্যাদি)। কিন্তু আমি
ডায়বেটিক চেক আপ করছি না। কারন আমি অনেক দিন বাচতে চাই। শুধু অনেক দিন নয়, অনেক আশা
নিয়ে বাচতে চাই, অনেক আনন্দের সহিত বাচতে চাই। আনন্দের সহিত বাচতে না পারলে সে বাচা
আর বাচা থাকে না। আধা বাচা বা আধা মরা হয়ে থাকতে চাই না। এটাই আমার চেক আপ না করার
কারন।
চেক আপ করলে আমি
যদি নিশ্চিত হই, হ্যা আমি ডায়বেটিক আক্রান্ত, সত্যি আমার ডায়বেটিক। সত্যি টা আমার জন্য
আপদ। এই নিশ্চিত হওয়াটাই আমার ইচ্ছা শক্তি দমিত করবে। আমি হয়ে যাব নিশ্চিত রোগী। নিশ্চিত
রোগীর চাইতে সন্দেহ রোগী, খারাপ কিসে। আর নিশ্চিত রোগী এটাই আমাকে মৃত্যূর দিকে টেনে
নিয়ে যাবে।
কে চাই এত সহজে মরতে।
Wednesday, August 23, 2017
দিশেহারা আমার অহংকার
অনেক দিন পর (শিক্ষা সফরে সুন্দর বন ভ্রমণের পর )জঙ্গলে ঢুকে পড়েছি । জঙ্গলির ভয়ে দিশেহারা হয়ে গেলাম। এই প্রসঙ্গে পরে আসি।
আমার এক আত্মীয় পরম আত্মীয় মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে । তার চান্সের ব্যাপারে কনফিডেন্ট একশ পারসেন্ট। দিশেহারা যদি প্রশ্ন ফাঁস হয়, যদি টাকার খেলা হয়। আমার অনেক পরম বন্ধু, পরম ছোট ভাই, পরম বড় ভাই পুরোপুরিই দিশেহারা । ঘুষ ছাড়া ভাল চাকরি হয় না। একেকটা মেধাবী স্টুডেন্ট জীবনের অন্যতম সোপান
আমার এক আত্মীয় পরম আত্মীয় মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে । তার চান্সের ব্যাপারে কনফিডেন্ট একশ পারসেন্ট। দিশেহারা যদি প্রশ্ন ফাঁস হয়, যদি টাকার খেলা হয়। আমার অনেক পরম বন্ধু, পরম ছোট ভাই, পরম বড় ভাই পুরোপুরিই দিশেহারা । ঘুষ ছাড়া ভাল চাকরি হয় না। একেকটা মেধাবী স্টুডেন্ট জীবনের অন্যতম সোপান
সৃজনশীল শিক্ষা ব্যবস্থা
আমরা মানুষ, মানুষ হিসেবে সুস্থ সবল ভাবে বেচে থাকার অধিকার আছে।
আমার একটি বাড়ী আছে, এটা রক্ষনাবেক্ষন, ভাঙ্গা , গড়া সবকিছুতে আমার অধিকার আছে। আমার একটি মোটর সাইকেল আছে। এটি আমি ব্যবহার করবো , না করবো না। ভেঙ্গে ফেলবো নাকি বিক্রি করবো এটা আমার ব্যাপার। এটা আমার অধিকার । কিন্তু যদি কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান আমার অধিকার ক্ষুন্ন করে, আমার বাড়ীটি বা গাড়ীটি দখল করে। তাহলে সরকারের কাছে আশ্রয় গ্রহন করবো। আমার অধিকার ক্ষুন্ন হলেই কেবল সরকারের আশ্রয়ে অধিকার আদায় করতে পারি ।
আমার একটি বাড়ী আছে, এটা রক্ষনাবেক্ষন, ভাঙ্গা , গড়া সবকিছুতে আমার অধিকার আছে। আমার একটি মোটর সাইকেল আছে। এটি আমি ব্যবহার করবো , না করবো না। ভেঙ্গে ফেলবো নাকি বিক্রি করবো এটা আমার ব্যাপার। এটা আমার অধিকার । কিন্তু যদি কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান আমার অধিকার ক্ষুন্ন করে, আমার বাড়ীটি বা গাড়ীটি দখল করে। তাহলে সরকারের কাছে আশ্রয় গ্রহন করবো। আমার অধিকার ক্ষুন্ন হলেই কেবল সরকারের আশ্রয়ে অধিকার আদায় করতে পারি ।
Monday, November 28, 2016
রামপুরীয়া কানাডিয়ান সাইনটিস্ট
কি ? ------------ নাকি গালি মনসুর নানার জন্য?
শ্যালার ব্যাটা শ্যালা বাইনচোদ তি কি জন্মিবার জায়গা পাইস নি। তোকে রামপুরে জন্ম গ্রহন করবা হবে। তোর কারনে জীবনটা আমার ছ্যাড়াবেড়া হয়ে যাচ্ছে। মনসুর তোমাকে এত সব গালি দিচ্ছি। অন্য কারও এত সাহস হবে কি না, আমি জানিনা। আমি কিন্তু অনেক সাহসী (সত্যি ছোট কালে খুব সাহসী ছিলাম)। ব্যাটা তোমাকে পাইলে কুচি কুচি করে কাটতাম। একবার আমার সাথে দেখা করে দেখ আমি তোমাকে কি করি।
শ্যালার ব্যাটা শ্যালা বাইনচোদ তি কি জন্মিবার জায়গা পাইস নি। তোকে রামপুরে জন্ম গ্রহন করবা হবে। তোর কারনে জীবনটা আমার ছ্যাড়াবেড়া হয়ে যাচ্ছে। মনসুর তোমাকে এত সব গালি দিচ্ছি। অন্য কারও এত সাহস হবে কি না, আমি জানিনা। আমি কিন্তু অনেক সাহসী (সত্যি ছোট কালে খুব সাহসী ছিলাম)। ব্যাটা তোমাকে পাইলে কুচি কুচি করে কাটতাম। একবার আমার সাথে দেখা করে দেখ আমি তোমাকে কি করি।
Thursday, November 3, 2016
রাগ দিবস
পৃথিবী কত বিচিত্র, কত রহস্যময়তা আছে। রহস্য পৃথিবীর চিরন্তন সঙ্গী। কোন জ্ঞানী একটা রহস্যের আবরন সরালে, সেই মেমব্রেন আবার অন্য কোন রহস্যর আবরন সৃষ্টি করবে। বিষয়টা ঠিক এরকম আমার জন্মের আগে আমার বাবা, তার জন্মের আগে দাদা , তাহার জন্মেও আগে বাবার দাদা। কিছুদিন পর বাবা থাকবে না, আমি হব বাবা। তারপর আমি দাদা আমার সন্তান হবে বাবা - মা। পৃথিবীর রহস্য ঠিক তাই। রহস্য এর ক্রোমোজোম দিয়ে বংশবৃদ্ধি করতে থাকবে। একটি রহস্যর আবরণ সরে যাবে বংশ রক্ষার জন্য আবার একটি রহস্য আমরা দেখতে পাব।
অবিনশ্বর ও নশ্বরবাদ
তারিক টা খুব সুন্দর ৩০দিন ০৩মাস ৩০৩০সাল । মজার ব্যাপার ০ ও ৩ এর খেলা । চার চার টা ৩ ও চার চার টা ০ এর খেলা। এরকম দিনে চুপচাপ বসে থাকা যায় না । একটা ইশারা তো চাই । যেমনী ইশারা তেমনী কাজ । গোটা বিশ্ববাসী অবাক একি হ”েছ এই গ্রহে , ক্লিক ওয়ান এর মাথায় বাম পাশে প্রতি মিনিটে মিনিটে কি যেন একটা ক্লিক দি”েছ । ক্লিক চিন্তায় অ¯ি’র দাদার ডাইরি হতে ক্লিক জানে আজ থেকে অনেক বছর আগে কি যেন একটা অসুখ ছিল সারা শরীরে শুধু কিট কিট করে কামড়াত । যতই চিন্তা করছে ততই ক্লিক অ¯ি’র হ”েছ ক্লিক।
Friday, December 18, 2015
ওপাশেই ভাল
একটা শিশু যখন সে শিশু সে কি জানে তার চাওয়া কি? সে কি ভাবে তার কি
পাওয়া উচিত? তার কি কোন চিন্ত চেতনা দিয়ে যুক্তিমূলক কোন কাজ করতে পারে। বড়
হয়ে তার কি মনে থাকে তার চাওয়া গুলো কি ছিল?
একটা বালক বালিকা যখন সে বালক বালিকা তথন তার চাওয়া পাওয়া গুলো কি ছিল। শুধু খেলা আর খেলা। মার্বেল খেলা, মার্বেল খেলা আরও অনেক ধরনের খেলা। খেলার সরঞ্জাম তার কাছে অনেক গুরুত্বপূর্ন, সব চাইতে আপন ছিল তার খেলার সরঞ্জাম। এই খেলার জন্য তার উপর চলত শাসনের নির্মম অত্যাচার। তার মনে হতো আমকে কেউ আদর করে না, আমাকে কেউ ভালবাসে না। কেউ আমার ভাল চাই না। আমার ভাল আমি বেছে নিব । চলত বালক বালিকার নিজস্ব মিশন । চলত তার মিশন, মার্বেলে পরিপূর্ন করব পৃথিবী। আমি হব পৃথিবীর শ্রেষ্ট মার্বেল ওয়ালা। বালক বালিকা এখন অনেক বড়, এখন সে বুঝে মার্বেলের মিশন কতই অর্থহীন, কতই অমূল্যবান।
একটা বালক বালিকা যখন সে বালক বালিকা তথন তার চাওয়া পাওয়া গুলো কি ছিল। শুধু খেলা আর খেলা। মার্বেল খেলা, মার্বেল খেলা আরও অনেক ধরনের খেলা। খেলার সরঞ্জাম তার কাছে অনেক গুরুত্বপূর্ন, সব চাইতে আপন ছিল তার খেলার সরঞ্জাম। এই খেলার জন্য তার উপর চলত শাসনের নির্মম অত্যাচার। তার মনে হতো আমকে কেউ আদর করে না, আমাকে কেউ ভালবাসে না। কেউ আমার ভাল চাই না। আমার ভাল আমি বেছে নিব । চলত বালক বালিকার নিজস্ব মিশন । চলত তার মিশন, মার্বেলে পরিপূর্ন করব পৃথিবী। আমি হব পৃথিবীর শ্রেষ্ট মার্বেল ওয়ালা। বালক বালিকা এখন অনেক বড়, এখন সে বুঝে মার্বেলের মিশন কতই অর্থহীন, কতই অমূল্যবান।
অবিনশ্বর ও নশ্বরবাদ
তারিক টা খুব সুন্দর ৩০দিন ০৩মাস ৩০৩০সাল । মজার ব্যাপার ০ ও ৩ এর খেলা । চার চার টা ৩ ও চার চার টা ০ এর খেলা। এরকম দিনে চুপচাপ বসে থাকা যায় না । একটা ইশারা তো চাই । যেমনী ইশারা তেমনী কাজ । গোটা বিশ্ববাসী অবাক একি হ”েছ এই গ্রহে , ক্লিক ওয়ান এর মাথায় বাম পাশে প্রতি মিনিটে মিনিটে কি যেন একটা ক্লিক দি”েছ । ক্লিক চিন্তায় অ¯ি’র দাদার ডাইরি হতে ক্লিক জানে আজ থেকে অনেক বছর আগে কি যেন একটা অসুখ ছিল সারা শরীরে শুধু কিট কিট করে কামড়াত । যতই চিন্তা করছে ততই ক্লিক অ¯ি’র হ”েছ ক্লিক।
Thursday, May 15, 2014
স্বপ্নের অট্টহাসি
স্বপ্নের অট্টহাসি
বাবা বলে তোমাকে বড় হতে হবে। আমি বলতাম কবে বড় হবো? বাবা বলে তুমি ক্লাশ থ্রি প্রথম হয়ে পাশ কর, তোমার জন্য একটা ছোট সাইকেল কিনব। তোমার সাইকেল তৈরি করার জন্য অর্ডার দিয়ে আসছি। প্রথম হয়ে পাশ করলে সাইকেলের সামনের চাকাটা নিয়ে আসব। আমি স্বপ্ন বুনতাম কবে আমার নতুন সাইকেল হবে। বাবা বলে তুমি ক্লাশ ফোর প্রথম হয়ে পাশ কর সাইকেলে পিছনের চাকাটা নিয়ে আসব। আমি নতুন একটা সাইকেলের স্বপ্ন বুনতাম। বাবা বলে তুমি ক্লাশ ফাইভ প্রথম হয়ে পাশ কর, তোমার জন্য ফুল সাইকেল নিয়ে আসব। আমি স্বপ্ন বুনতাম, আমার স্বপ্ন বুনা এবং বাবার প্রতিশূতি দেখে ধান মাড়াই করা শ্রমিকেরা মিটমিট করে হাসত। মিটমিট করে হাসার অর্থ বুঝতাম না। যখন একটু বড় হই ক্লাশ সিক্সে ভর্তি হই সত্যি একটা সাইকেল দরকার। তখন বুঝি আমার বাবা আমাকে স্বপ্ন দেখাইত, সাইকেলের কথা বলে, আমার লেখপড়া ভাল করার জন্য। সেটা নিছক বাবার এবং আমার স্বপ্ন পূরনের জন্য একটা কৌশল।Saturday, April 12, 2014
মিস কল ও মি: কল
মিস কল ও মি: কল
একটা ছেলে এবং একটা মেয়ে অনেক দিন ধরে মিস কল মিস কল খেলা করে, কিন্তু তারা কেউ কাউকে ফোন দেয়নি, কি যেন ভাবে ছেলেটা একদিন ফোন দিল।
মেয়ে : হ্যালো কে ?
ছেলে: আমি মি: কল। তুমি কে?
মেয়ে : আপনি কি আমাকে চিনেন।
ছেলে: না, চিনি না তবে মিস কল মিস কল খেলতে তোমার সাথে আমার এক প্রকার বন্ধুত্ব হয়ে গেছে না।
মেয়ে : ও তাই বুঝি।
ছেলে: আচ্ছা তুমি কি আমাকে চিন?
মেয়ে : না।
মেয়ে : হ্যালো কে ?
ছেলে: আমি মি: কল। তুমি কে?
মেয়ে : আপনি কি আমাকে চিনেন।
ছেলে: না, চিনি না তবে মিস কল মিস কল খেলতে তোমার সাথে আমার এক প্রকার বন্ধুত্ব হয়ে গেছে না।
মেয়ে : ও তাই বুঝি।
ছেলে: আচ্ছা তুমি কি আমাকে চিন?
মেয়ে : না।
Wednesday, March 19, 2014
কোন শিরোনাম পাচ্ছি না
কোন শিরোনাম পাচ্ছি না
খতিব নামে উচ্চ মাধ্যমিকে আমার এক স্যার আছে উনি ইংরেজি পড়ায়। ২০০৩ সালে উনি পত্রিকা পড়ার ব্যাপারে আমরা যারা প্রাইভেট পড়তাম তাদের সবাইকে উৎসাহী করল। আমি উনার উৎসাহে পেপার পত্রিকা পড়ার উৎসাহী হই। সুযোগ পাইলে পত্রিকা পড়তাম কিন্তু যথেষ্ঠ সুযোগ না থাকায় তেমন পড়া হইত না। তেমন মজা পাইতাম বলে মনে হয় না। ঢিলেঢালা চলল পত্রিকা লাইনে চোখের লাঙলের হাল চালানো। তখন খুব আগ্রহ নিয়ে নিজের এলাকার সংবাদ পড়ার জন্য মুখিয়ে থাকতাম কিন্তু কোন পত্রিকায় আমার এলাকার কোন সংবাদ পাইতাম না। আসলে আমার এলাকার সংবাদ থাকত কিন্তু আমি নিয়মিত পাঠক না হওয়ার কারনে ঐ সংবাদ গুলো পাইতাম না।
বে উপায় প্রেমিক 2,
বে উপায় প্রেমিক 2
পৃথিবীর সবকিছু রহস্যময়। কেন জন্ম নিলাম, আজ কেন বেঁচে আছি, আরোও অনেক দিন কেন বেঁচে থাকব। পৃথিবী চলতে থাকুক তার নিয়মে আমি থাকব নীরব, নিথর, স্থির। পৃথিবী আমার জন্য কিছুই না, জন্মেছি তার নিয়মে মারা যাব তার নিয়মে। মাঝখানে কেন এত অস্থিরতায় চলতে থাকবো। শপথ নিলাম ধ্রুব হয়ে থাকব, নিশ্চল, স্থির তাতেই বা কি ক্ষতি আমার।
Subscribe to:
Posts (Atom)