Monday, November 28, 2016

রামপুরীয়া কানাডিয়ান সাইনটিস্ট

কি ? ------------ নাকি গালি মনসুর নানার জন্য?
শ্যালার ব্যাটা শ্যালা বাইনচোদ তি কি জন্মিবার জায়গা পাইস নি। তোকে রামপুরে জন্ম গ্রহন করবা হবে। তোর কারনে জীবনটা আমার ছ্যাড়াবেড়া হয়ে যাচ্ছে। মনসুর তোমাকে এত সব গালি দিচ্ছি। অন্য কারও এত সাহস হবে কি না, আমি জানিনা। আমি কিন্তু অনেক সাহসী (সত্যি ছোট কালে খুব সাহসী ছিলাম)। ব্যাটা তোমাকে পাইলে কুচি কুচি করে কাটতাম। একবার আমার সাথে দেখা করে দেখ আমি তোমাকে কি করি।

Thursday, November 3, 2016

রাগ দিবস



পৃথিবী কত বিচিত্র, কত রহস্যময়তা আছে। রহস্য পৃথিবীর চিরন্তন সঙ্গী। কোন জ্ঞানী  একটা রহস্যের আবরন সরালে, সেই মেমব্রেন আবার অন্য কোন রহস্যর আবরন সৃষ্টি করবে। বিষয়টা ঠিক এরকম  আমার জন্মের আগে আমার বাবা, তার জন্মের আগে দাদা , তাহার জন্মেও আগে বাবার দাদা। কিছুদিন পর বাবা থাকবে না, আমি হব বাবা। তারপর আমি দাদা আমার সন্তান হবে বাবা - মা। পৃথিবীর রহস্য ঠিক তাই। রহস্য এর ক্রোমোজোম দিয়ে বংশবৃদ্ধি করতে থাকবে। একটি রহস্যর আবরণ সরে যাবে বংশ রক্ষার জন্য আবার একটি রহস্য আমরা দেখতে পাব।

অবিনশ্বর ও নশ্বরবাদ



তারিক টা খুব সুন্দর ৩০দিন ০৩মাস ৩০৩০সাল । মজার ব্যাপার ০ ও ৩  এর খেলা । চার চার টা ৩ ও চার চার টা ০ এর খেলা। এরকম দিনে চুপচাপ বসে থাকা যায় না । একটা ইশারা তো চাই । যেমনী ইশারা তেমনী কাজ । গোটা বিশ্ববাসী অবাক একি হ”েছ  এই গ্রহে , ক্লিক ওয়ান এর মাথায় বাম পাশে প্রতি মিনিটে মিনিটে কি যেন একটা ক্লিক দি”েছ । ক্লিক চিন্তায় অ¯ি’র দাদার ডাইরি হতে ক্লিক জানে আজ থেকে অনেক  বছর আগে কি যেন একটা অসুখ ছিল সারা শরীরে শুধু  কিট কিট করে কামড়াত । যতই চিন্তা করছে ততই ক্লিক অ¯ি’র হ”েছ ক্লিক।